ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান মিন্টুর
- সর্বশেষ আপডেট ১২:২১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 10
নরসিংদী-৩ শিবপুর আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী জননেতা মনজুর এলাহীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষ মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। সে লক্ষ্যে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন আকরামুল হাসান মিন্টু ।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নরসিংদী-৩ শিবপুর আসনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শিবপুর বাঁশ বাজার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নরসিংদী -৩ শিবপুর আসনে নির্বাচনী প্রচারণা টিমের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি বাছিরুল ইসলাম রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু।
বক্তব্য রাখেন নরসিংদী -৩ শিবপুর আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাশেদ ইকবাল শ্যামল। বিশেষ বক্তা ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম হিমেল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বি এম কাউছার, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক এফ এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।































