ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সীমান্তে নজরদারি

এক বছরে ১২৪ ভারতীয়,৭,৩৬৮ মিয়ানমারের নাগরিক আটক : বিজিবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 26

২০২৫ সালে বাংলাদেশের সীমান্তে অবৈধ প্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির কার্যক্রমের ফলাফল প্রকাশিত হয়েছে। তথ্য অনুযায়ী, এক বছরে ১২৪ জন ভারতীয় এবং ৭ হাজার ৩৬৮ জন মিয়ানমারের নাগরিককে সীমান্ত অতিক্রমের অভিযোগে আটক করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারী) বিজিবির এক বিজ্ঞপ্তিতে জনিয়েছেন।

সীমান্ত অভিযান শুধু নাগরিকদের আটকেই সীমাবদ্ধ থাকেনি। এক বছরে ১ হাজার ৯০৮ কোটি ২৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৬০ কেজি ৫৫৬ গ্রাম স্বর্ণ, ১৬৮ কেজি ২৪১ গ্রাম রৌপ্য, বিপুল পরিমাণ শাড়ি, থ্রিপিস, তৈরি পোশাক, থান কাপড়, কসমেটিকস, নকল গহনা, আতশবাজি, চিনি, চা পাতা, পেঁয়াজ, রসুন, জিরা, কাঠ, পাথর, কয়লা, সার, বিভিন্ন ধরনের বীজ, জ্বালানি তেল, মোবাইল ফোন ও ডিসপ্লে।

এক বছরের মধ্যে সীমান্তে ১২ হাজারের বেশি গরু-মহিষ এবং ১ হাজার ৭০৮টি যানবাহন জব্দ করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৬৪টি পিস্তল, ২টি এসএমজি, ১০টি রাইফেল, ১৯টি হ্যান্ড গ্রেনেড, ৭৯টি হাত বোমা, ১৭৮টি ককটেল, মর্টার শেল, মাইনসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণেও বিজিবি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এই সময় ১ কোটি ৪৭ লাখের বেশি ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস, ফেনসিডিল, বিদেশি মদ, দেশীয় মদ, বিয়ার, গাঁজা, হেরোইন, কোকেন, এলএসডি, নেশাজাতীয় ইনজেকশন ও বিভিন্ন নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে। মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২ হাজার ৩৩৪ জনকে আটক করা হয়েছে।

সীমান্ত অতিক্রমের অপরাধে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ২৩৮ জন বাংলাদেশি, ১২৪ জন ভারতীয় এবং ৭ হাজার ৩৬৮ জন মিয়ানমারের নাগরিককে আইনানুগ ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এসব তথ্য থেকে বোঝা যাচ্ছে, সীমান্তে নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রমের ক্ষেত্রে বিজিবি গত বছরে ব্যাপক সাফল্য অর্জন করেছে, চোরাচালান, অবৈধ প্রবেশ ও মাদক চক্রে গুরুত্বপূর্ণ ধাক্কা দিয়েছে এবং দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রেখেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সীমান্তে নজরদারি

এক বছরে ১২৪ ভারতীয়,৭,৩৬৮ মিয়ানমারের নাগরিক আটক : বিজিবি

সর্বশেষ আপডেট ০৯:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

২০২৫ সালে বাংলাদেশের সীমান্তে অবৈধ প্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির কার্যক্রমের ফলাফল প্রকাশিত হয়েছে। তথ্য অনুযায়ী, এক বছরে ১২৪ জন ভারতীয় এবং ৭ হাজার ৩৬৮ জন মিয়ানমারের নাগরিককে সীমান্ত অতিক্রমের অভিযোগে আটক করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারী) বিজিবির এক বিজ্ঞপ্তিতে জনিয়েছেন।

সীমান্ত অভিযান শুধু নাগরিকদের আটকেই সীমাবদ্ধ থাকেনি। এক বছরে ১ হাজার ৯০৮ কোটি ২৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৬০ কেজি ৫৫৬ গ্রাম স্বর্ণ, ১৬৮ কেজি ২৪১ গ্রাম রৌপ্য, বিপুল পরিমাণ শাড়ি, থ্রিপিস, তৈরি পোশাক, থান কাপড়, কসমেটিকস, নকল গহনা, আতশবাজি, চিনি, চা পাতা, পেঁয়াজ, রসুন, জিরা, কাঠ, পাথর, কয়লা, সার, বিভিন্ন ধরনের বীজ, জ্বালানি তেল, মোবাইল ফোন ও ডিসপ্লে।

এক বছরের মধ্যে সীমান্তে ১২ হাজারের বেশি গরু-মহিষ এবং ১ হাজার ৭০৮টি যানবাহন জব্দ করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৬৪টি পিস্তল, ২টি এসএমজি, ১০টি রাইফেল, ১৯টি হ্যান্ড গ্রেনেড, ৭৯টি হাত বোমা, ১৭৮টি ককটেল, মর্টার শেল, মাইনসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণেও বিজিবি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এই সময় ১ কোটি ৪৭ লাখের বেশি ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস, ফেনসিডিল, বিদেশি মদ, দেশীয় মদ, বিয়ার, গাঁজা, হেরোইন, কোকেন, এলএসডি, নেশাজাতীয় ইনজেকশন ও বিভিন্ন নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে। মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২ হাজার ৩৩৪ জনকে আটক করা হয়েছে।

সীমান্ত অতিক্রমের অপরাধে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ২৩৮ জন বাংলাদেশি, ১২৪ জন ভারতীয় এবং ৭ হাজার ৩৬৮ জন মিয়ানমারের নাগরিককে আইনানুগ ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এসব তথ্য থেকে বোঝা যাচ্ছে, সীমান্তে নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রমের ক্ষেত্রে বিজিবি গত বছরে ব্যাপক সাফল্য অর্জন করেছে, চোরাচালান, অবৈধ প্রবেশ ও মাদক চক্রে গুরুত্বপূর্ণ ধাক্কা দিয়েছে এবং দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রেখেছে।