ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- সর্বশেষ আপডেট ০৭:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 6
কিশোরগঞ্জের হোসেনপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সভাপতি আল আমিন অপুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে পৌর শহরের কুড়িঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আল আমিন অপু হোসেনপুর উপজেলা সদরের বাসিন্দা ও মুর্শিদ উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ ছাত্রলীগ হোসেনপুর উপজেলা শাখার সর্বশেষ কমিটির সভাপতি ছিলেন এবং একসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া থানায় লুটপাটসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একাধিক মামলায় তিনি অভিযুক্ত। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





































