মাউশির নির্দেশনা
শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারে তামাক বিক্রি নিষিদ্ধ
- সর্বশেষ আপডেট ০৭:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 9
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটার সীমার মধ্যে তামাকজাত পণ্য বিক্রি, ব্যবহার ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, নির্দেশনার মাধ্যমে অসংক্রামক রোগ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে।
নির্দেশনায় বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানকে ‘তামাকমুক্ত’ ঘোষণা করতে হবে এবং প্রয়োজনীয় সাইনেজ প্রদর্শন করতে হবে। এছাড়া তামাক শিল্পের যেকোনো ধরনের পৃষ্ঠপোষকতা বা প্রচারণা শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ থাকবে।
শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য নিশ্চিত করতে অস্বাস্থ্যকর খাবার ও উচ্চ চিনিযুক্ত পানীয় বিক্রির সীমা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্যকর বিকল্পসহ ‘হেলদি ক্যান্টিন’ স্থাপনেরও নির্দেশ দেওয়া হয়েছে। ক্যান্টিনে স্বল্প লবণ, চিনি ও ট্রান্স-ফ্যাটমুক্ত খাবার থাকতে হবে। সরকারি সভাগুলিতেও তাজা ফল, বাদাম ও স্বাস্থ্যকর স্ন্যাক্স সরবরাহ বাধ্যতামূলক হবে।
নির্দেশনায় শিক্ষার্থীদের দৈনিক কমপক্ষে ৩০ মিনিট মাঝারি থেকে উচ্চ মাত্রার শারীরিক কার্যক্রম নিশ্চিত করার পাশাপাশি খেলার মাঠ না থাকলে ইনডোর কার্যক্রম, সাঁতার শেখানো এবং কর্মীদের জন্য ডেস্ক-ভিত্তিক ব্যায়ামের ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক বান্ধব সিঁড়ি, র্যাম্পসহ অবকাঠামো নিশ্চিত করতে বলা হয়েছে। লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার, সাইক্লিং ও দীর্ঘসময় বসে না থাকার মতো স্বাস্থ্যবান্ধব জীবনাচারও উৎসাহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি জানিয়েছে, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে হবে এবং প্রতিটি প্রতিষ্ঠানকে নিয়মিত বাস্তবায়ন প্রতিবেদন অধিদপ্তরে পাঠাতে হবে। প্রফেসর সোহেল বলেন, “নতুন প্রজন্মের মধ্যে অসংক্রামক রোগের ঝুঁকি কমবে এবং সুস্থ-সবল জাতি গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”






































