ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বৈশ্বিক বৈষম্যের বিরুদ্ধে ঢাকায় প্রতীকী প্রতিবাদ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 14

গণতান্ত্রিক বাজেট আন্দোলন (ডিবিএম) এর প্রতিকী প্রতিবাদ।

বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক বাজেট আন্দোলন (ডিবিএম)। রবিবার বিকেলে গণতান্ত্রিক বাজেট আন্দোলন (ডিবিএম)-এর উদ্যোগে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে “বৈষম্যবিরোধী মানব প্রাচীর” কর্মসূচির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

এই প্রতীকী প্রতিবাদের মূল উদ্দেশ্যই ছিল নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা ।
প্রতি বছরের মতো এ বছরও ১৯–২৩ জানুয়ারি সুইজারল্যান্ডের ড্যাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এই সভাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী নাগরিক সমাজ সংগঠনগুলো বৈশ্বিক বৈষম্য, ন্যায্যতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দাবিতে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার নাগরিক সমাজের উদ্যোগের অংশ হিসেবে গণতান্ত্রিক বাজেট আন্দোলন (ডিবিএম), স্যাপি এবং ফাইটিং ইনইক্যুয়ালিটি অ্যালায়েন্স এর যৌথ উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন (ডিবিএম)-এর সাধারণ সম্পাদক মনোয়ার মোস্তফা, জাকিয়া শিশির, বেনজির আহমেদ, আনিসুজ্জামান, নাহিদুল হাসান নয়ন, পারভীন আক্তার, আঁখি এবং ফারজানা আক্তার মনি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেকেন্দার আলী মিনা।
বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় ধনী-দরিদ্র বৈষম্য, সম্পদের অসম বণ্টন এবং সামাজিক ন্যায্যতার অভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা ন্যায়ভিত্তিক বাজেট প্রণয়ন, সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং বৈষম্য হ্রাসে কার্যকর রাষ্ট্রীয় ও বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
কর্মসূচিতে বক্তারা বলেন, বৈশ্বিক উন্নয়ন আলোচনায় কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, বরং বৈষম্য হ্রাস ও সামাজিক ন্যায়বিচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। অন্যথায় উন্নয়ন কখনোই টেকসই ও অন্তর্ভুক্তিমূলক হবে না।
গণতান্ত্রিক বাজেট আন্দোলন (ডিবিএম)-এর সাধারণ সম্পাদক মনোয়ার মোস্তফা বলেন, বৈষম্যের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি এবং ন্যায্য ও গণতান্ত্রিক বাজেট ব্যবস্থার দাবিতে ডিবিএম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বৈশ্বিক বৈষম্যের বিরুদ্ধে ঢাকায় প্রতীকী প্রতিবাদ

সর্বশেষ আপডেট ০৫:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক বাজেট আন্দোলন (ডিবিএম)। রবিবার বিকেলে গণতান্ত্রিক বাজেট আন্দোলন (ডিবিএম)-এর উদ্যোগে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে “বৈষম্যবিরোধী মানব প্রাচীর” কর্মসূচির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

এই প্রতীকী প্রতিবাদের মূল উদ্দেশ্যই ছিল নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা ।
প্রতি বছরের মতো এ বছরও ১৯–২৩ জানুয়ারি সুইজারল্যান্ডের ড্যাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এই সভাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী নাগরিক সমাজ সংগঠনগুলো বৈশ্বিক বৈষম্য, ন্যায্যতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দাবিতে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার নাগরিক সমাজের উদ্যোগের অংশ হিসেবে গণতান্ত্রিক বাজেট আন্দোলন (ডিবিএম), স্যাপি এবং ফাইটিং ইনইক্যুয়ালিটি অ্যালায়েন্স এর যৌথ উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন (ডিবিএম)-এর সাধারণ সম্পাদক মনোয়ার মোস্তফা, জাকিয়া শিশির, বেনজির আহমেদ, আনিসুজ্জামান, নাহিদুল হাসান নয়ন, পারভীন আক্তার, আঁখি এবং ফারজানা আক্তার মনি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেকেন্দার আলী মিনা।
বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় ধনী-দরিদ্র বৈষম্য, সম্পদের অসম বণ্টন এবং সামাজিক ন্যায্যতার অভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা ন্যায়ভিত্তিক বাজেট প্রণয়ন, সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং বৈষম্য হ্রাসে কার্যকর রাষ্ট্রীয় ও বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
কর্মসূচিতে বক্তারা বলেন, বৈশ্বিক উন্নয়ন আলোচনায় কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, বরং বৈষম্য হ্রাস ও সামাজিক ন্যায়বিচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। অন্যথায় উন্নয়ন কখনোই টেকসই ও অন্তর্ভুক্তিমূলক হবে না।
গণতান্ত্রিক বাজেট আন্দোলন (ডিবিএম)-এর সাধারণ সম্পাদক মনোয়ার মোস্তফা বলেন, বৈষম্যের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি এবং ন্যায্য ও গণতান্ত্রিক বাজেট ব্যবস্থার দাবিতে ডিবিএম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে কাজ করে যাবে।