বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষ, রণক্ষেত্র ভালুকা
- সর্বশেষ আপডেট ১১:৪৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 9
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা উপজেলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিগত কয়েক দিন ধরে ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ও হরিণ মার্কার স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণা নিয়ে পাল্টাপাল্টি বাধার অভিযোগ চলছিল। এর জেরে কয়েকটি এলাকায় এর আগেও উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এরই ধারাবাহিকতায় রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের সমর্থকরা পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিএনপি ও পৌর বিএনপির কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।
পরবর্তীতে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা পৌর সদরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় সিডস্টোর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ইউনিয়ন যুবদলের কার্যালয়, স্কয়ার মাস্টারবাড়ি এলাকা সহ উপজেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়, এতে দুই পক্ষের বহু নেতাকর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, স্বতন্ত্র প্রার্থীকে প্রচারণার সময় ধাক্কা দেওয়াকে কেন্দ্র স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীর লোকজন একে অপরের দলীয় কার্যালয় ভাঙচুর করেছেন। সন্ধ্যায় এ গণ্ডগোল শুরু হয়।































