দেশে ইসলামের ইনসাফ হারিয়েছে : চরমোনাই পীর
- সর্বশেষ আপডেট ০৯:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / 6
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম রবিবার বললেন, দেশে ইসলামের মূল ন্যায়নীতি হারিয়ে গেছে।
রবিবার (২৫ জানুয়ারী) ফুলবাড়িয়ায় নির্বাচনী জনসভায় তিনি ভোটারদের তার দলের প্রার্থীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান, যাতে ইসলামি নীতি অনুসারে দেশ চালানো যায়।
ফুলবাড়িয়া উপজেলা প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মাঠে জনসভায় বক্তব্যে করীম বলেন, “যে দেশে আজানের ধ্বনিতে মানুষ ঘুম থেকে ওঠে এবং শিশুরা নিরাপদে বাড়ি ফিরে আসে, সেই দেশে ইসলামী মূল্যবোধ ও নীতি আজ পরাজিত হয়েছে।”
তিনি আরও বলেন, যদিও বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র দল যারা ইসলামের নীতি ও আদর্শের ভিত্তিতে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে নেমেছে। তিনি বললেন, “হাতপাখা প্রতীক নির্বাচিত হলে দেশের মানুষের মুখে হাসি ফুটবে।”
রেজাউল করীম অন্যান্য ইসলামি নামে গঠিত দলের সমালোচনা করে বলেন, “ইসলামের নামে অনেক দল গড়ে উঠেছে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম বাস্তবায়নের কার্যকর কোনো স্লোগান বা উদ্যোগ তারা নিচ্ছে না।”
জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলবাড়িয়া আসনের প্রার্থী মুফতি নূরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মামুনুর রশিদসহ স্থানীয়, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।





































