অপরাধীদের জামিনের পক্ষে নয় সরকার
- সর্বশেষ আপডেট ০৮:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / 14
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরি বলেছেন, সরকার কখনোই অপরাধীদের জামিনের পক্ষে নয়। সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোল বিতর্কের প্রেক্ষাপটে তার এই মন্তব্য এসেছে। তিনি জানান, এ বিষয়ে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো সমর্থন নেই এবং এখন থেকে তিনি শুধুমাত্র কৃষি বিষয় নিয়ে মন্তব্য করবেন।
রোববার (২৫ জানুয়ারী) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে চৌধুরি বলেন, “আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়; আমি সবসময় অপরাধীদের জামিনের বিরোধী ছিলাম।” তিনি কৃষি উৎপাদনের উন্নতি ও কোল্ড স্টোরেজ সম্প্রসারণের তথ্যও তুলে ধরেন। ধান ৬%, আলু ১৪% এবং সরিষা ৮৬% বৃদ্ধি পেয়েছে।
সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী এবং তাদের ৯ মাসের শিশু নাজিমের মৃত্যুর ঘটনা ২৩ জানুয়ারি বাগেরহাট সদরের সাবেকডাঙ্গা গ্রামে ঘটে। পুলিশ ও পরিবারের ভাষ্য অনুযায়ী, মানসিক হতাশার প্রভাবে মা সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেন। তাদের দাফন ২৪ জানুয়ারি একই গ্রামে অনুষ্ঠিত হয়।
সাদ্দামের প্যারোল না দেওয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে সমালোচিত হয়েছে। তবে বাগেরহাট ও যশোর জেলা প্রশাসন ইতিমধ্যে ব্যাখ্যা দিয়েছে। স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্ট সাদ্দাম গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন এবং বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে একাধিক মামলায় বন্দি রয়েছেন।




































