ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূলের প্রতিশ্রুতি দিলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 7

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

বিএনপির নেতা ও ঢাকা-৮ প্রার্থী মির্জা আব্বাস প্রতিশ্রুতি দিয়েছেন, তার নির্বাচনী এলাকা মাদক, সহিংসতা ও চাঁদাবাজি থেকে মুক্ত হবে। গত ১৭ বছরকে তিনি “ধ্বংসের যুগ” আখ্যা দিয়েছেন।

রাজধানীর শাহজাহানপুরে নির্বাচনী প্রচারণার সময় তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী দল ও সরকারি মহল তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং নির্বাচন প্রভাবিত করতে চাচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গত ১৭ বছরে ঢাকা-৮ তার নির্বাচনী এলাকা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচিত হলে তিনি এই সমস্যা মুক্ত করার আশ্বাস দেন।

রোববার শাহজাহানপুরে সমর্থকদের সঙ্গে কথা বলার সময় আব্বাস অভিযোগ করেন, অন্যান্য রাজনৈতিক শক্তি ও কিছু সরকারি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী দাবি করেছেন যে, ঢাকা শহরে বিএনপিকে একটি সিটও দেওয়া হবে না। আব্বাস প্রশ্ন তোলেন, “সিটের মালিক তারা কি? শুধুমাত্র আল্লাহ ও জনগণই দেশের সিটের প্রকৃত মালিক।”

তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে সব ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছে—মিথ্যা ডকুমেন্ট ছড়ানো, এআই ব্যবহার করে ভুয়া কনটেন্ট তৈরি, এবং সোশ্যাল মিডিয়ায় বটবাহিনী ছড়িয়ে দেওয়া। আব্বাস বলেন, এই ধরনের কর্মকাণ্ড অগণতান্ত্রিক এবং জাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে না।

নির্বাচন ইঞ্জিনিয়ারিং-এর চেষ্টার কথাও উল্লেখ করে তিনি বলেন, জনগণ এগুলো প্রতিহত করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূলের প্রতিশ্রুতি দিলেন মির্জা আব্বাস

সর্বশেষ আপডেট ০৬:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

বিএনপির নেতা ও ঢাকা-৮ প্রার্থী মির্জা আব্বাস প্রতিশ্রুতি দিয়েছেন, তার নির্বাচনী এলাকা মাদক, সহিংসতা ও চাঁদাবাজি থেকে মুক্ত হবে। গত ১৭ বছরকে তিনি “ধ্বংসের যুগ” আখ্যা দিয়েছেন।

রাজধানীর শাহজাহানপুরে নির্বাচনী প্রচারণার সময় তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী দল ও সরকারি মহল তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং নির্বাচন প্রভাবিত করতে চাচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গত ১৭ বছরে ঢাকা-৮ তার নির্বাচনী এলাকা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচিত হলে তিনি এই সমস্যা মুক্ত করার আশ্বাস দেন।

রোববার শাহজাহানপুরে সমর্থকদের সঙ্গে কথা বলার সময় আব্বাস অভিযোগ করেন, অন্যান্য রাজনৈতিক শক্তি ও কিছু সরকারি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী দাবি করেছেন যে, ঢাকা শহরে বিএনপিকে একটি সিটও দেওয়া হবে না। আব্বাস প্রশ্ন তোলেন, “সিটের মালিক তারা কি? শুধুমাত্র আল্লাহ ও জনগণই দেশের সিটের প্রকৃত মালিক।”

তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে সব ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছে—মিথ্যা ডকুমেন্ট ছড়ানো, এআই ব্যবহার করে ভুয়া কনটেন্ট তৈরি, এবং সোশ্যাল মিডিয়ায় বটবাহিনী ছড়িয়ে দেওয়া। আব্বাস বলেন, এই ধরনের কর্মকাণ্ড অগণতান্ত্রিক এবং জাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে না।

নির্বাচন ইঞ্জিনিয়ারিং-এর চেষ্টার কথাও উল্লেখ করে তিনি বলেন, জনগণ এগুলো প্রতিহত করবে।