নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ আইজিপির
- সর্বশেষ আপডেট ০৭:০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 8
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম দেশজুড়ে সব পুলিশ সদস্যকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রাখার মাধ্যমে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে।
শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত প্রাক-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বাহারুল আলম এসব কথা বলেন।
আইজিপি বলেন, “বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। নির্বাচনকালেও জনবান্ধব পুলিশিং বজায় রাখা আমাদের মূল দায়িত্ব। জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় বডিওর্ন ক্যামেরা ব্যবহার নিশ্চিত করতে হবে, যা স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াবে এবং জনগণের আস্থা দৃঢ় করবে।
সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। তিনি নির্বাচনের প্রস্তুতি, পুলিশের নিরপেক্ষ ভূমিকা এবং পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।


































