ফ্যামিলি কার্ডে সরকারি সব সুবিধা পাওয়া যাবে : তারেক রহমান
- সর্বশেষ আপডেট ০৬:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 12
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের সব সরকারি সুবিধা এক জায়গায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি, উৎপাদন, শিক্ষা ও সামাজিক মূল্যবোধের উন্নয়ন নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “সরকারের অনেক প্রকল্প আছে, কিন্তু সেগুলো সংযুক্ত বা সংগঠিত নয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এসব সুবিধা এক জায়গায় নিয়ে আসা হবে। জনসংখ্যা বাড়ছে, উৎপাদন বাড়াতে হবে। কৃষককে প্রণোদনা দিতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে।”
তিনি আরও বলেন, “প্রতিটি পরিকল্পনা করার সময় সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দুর্নীতি রোধ করতে হবে। এগুলো ঠিক হলে অন্যান্য সমস্যা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হবে।”
শিক্ষা খাতে তিনি বলেন, “শিশুদেরকে শুধু একাডেমিক পড়াশোনাই নয়, সামাজিক মূল্যবোধ, খেলাধুলা, আর্ট ও কালচারেও দক্ষ হতে হবে। পড়ালেখা যেন মজার হয়ে উঠে।”
নগর ব্যবস্থাপনার বিষয়ে তারেক বলেন, “ঢাকার কেন্দ্রিক উন্নয়ন ও রোড ডিজাইনিং সমস্যা বাড়াচ্ছে। স্যাটেলাইট টাউন তৈরি করা হবে, যেখানে শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা থাকবে। মেট্রোর সঙ্গে মনোরেল সংযোগ করে সব জায়গায় চলাচল সহজ করা হবে।”
প্রবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, “অদক্ষ অবস্থায় বিদেশ যাচ্ছেন তরুণরা। তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে পরিকল্পনা করেছি। সঠিক চ্যানেলে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা দেওয়া হবে।”































