ক্ষমতায় গেলে যুবকদের বেকার ভাতা নয়, কাজ দেব: জামায়াত আমির
- সর্বশেষ আপডেট ০৪:৪৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 7
যুবসমাজকে বেকার ভাতার ওপর নির্ভরশীল না করে কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বেকার ভাতা বেকারত্ব কমায় না, বরং বেকার তৈরি করে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, যুবকদের দক্ষ করে জনসম্পদে রূপান্তর করাই তাদের লক্ষ্য। এজন্য শিক্ষা, প্রশিক্ষণ ও কাজের সুযোগ সৃষ্টি করা হবে। তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় গেলে তরুণদের হাতে ভিক্ষা নয়, কাজ তুলে দেওয়া হবে।
উত্তরবঙ্গের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতে উত্তরাঞ্চলে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে, সেখানে গাইবান্ধা জেলাকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলে ইপিজেড স্থাপন এবং মৃতপ্রায় নদীগুলোকে পুনরুজ্জীবিত করার কথাও জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, নদীগুলো সচল হলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। কৃষি, শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে।
তিনি আরও বলেন, উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সাঈদের কাছে জাতি ঋণী। তার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতেই জামায়াত কাজ করতে চায়। গত ৫৪ বছরের দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন ও চাঁদাবাজি থেকে দেশকে মুক্ত করতে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
গাইবান্ধা-৩ আসনের ১০ দলীয় জোটের এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, জাগপার সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহসহ জোটের অন্যান্য প্রার্থীরা।
































