ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ সংগ্রহে বাধা: সাতক্ষীরায় সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৪:১০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 11

সংবাদ সংগ্রহে বাধা: সাতক্ষীরায় সাংবাদিকদের মানববন্ধন। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

নকল ও ভেজাল সার সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলার সাংবাদিকরা।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল ও ভেজাল সারের গুদাম পরিচালনা করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, কুল্যা ইউনিয়নের ইউপি সদস্য মাজেদ গাজী এসব গুদামের সঙ্গে সরাসরি জড়িত। এ বিষয়ে অনুসন্ধান চালানোর সময় সাংবাদিক আকরামুল ইসলামের ওপর হামলা চালানো হয় এবং তার ব্যবহৃত ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয়।

বক্তারা আরও বলেন, এসব গুদাম থেকে ভেজাল সার সরবরাহের পাশাপাশি সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করা হচ্ছে। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। অভিযোগ রয়েছে, স্থানীয় কৃষি বিভাগের একটি অংশ এই অবৈধ সিন্ডিকেটকে নীরবে সহযোগিতা করছে।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিক নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং নকল ও ভেজাল সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে জেলার কর্মরত সব সাংবাদিককে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংবাদ সংগ্রহে বাধা: সাতক্ষীরায় সাংবাদিকদের মানববন্ধন

সর্বশেষ আপডেট ০৪:১০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

নকল ও ভেজাল সার সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলার সাংবাদিকরা।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল ও ভেজাল সারের গুদাম পরিচালনা করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, কুল্যা ইউনিয়নের ইউপি সদস্য মাজেদ গাজী এসব গুদামের সঙ্গে সরাসরি জড়িত। এ বিষয়ে অনুসন্ধান চালানোর সময় সাংবাদিক আকরামুল ইসলামের ওপর হামলা চালানো হয় এবং তার ব্যবহৃত ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয়।

বক্তারা আরও বলেন, এসব গুদাম থেকে ভেজাল সার সরবরাহের পাশাপাশি সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করা হচ্ছে। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। অভিযোগ রয়েছে, স্থানীয় কৃষি বিভাগের একটি অংশ এই অবৈধ সিন্ডিকেটকে নীরবে সহযোগিতা করছে।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিক নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং নকল ও ভেজাল সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে জেলার কর্মরত সব সাংবাদিককে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।