ক্ষমতায় গেলে নবীর ন্যায়পরায়ণতার আদর্শে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার
- সর্বশেষ আপডেট ০২:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / 7
সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের মাধ্যমে সরকার গঠন করতে পারলে ন্যায়বিচার ও নৈতিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে। তিনি জনগণকে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় তিনি বলেন, দেশ ও দেশের বাইরে থেকে এখনও নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতেও জনগণ ঐক্যের মাধ্যমে ষড়যন্ত্র প্রতিহত করেছে, ভবিষ্যতেও তা পারবে বলে তিনি মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, উন্নয়নের নামে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে বিএনপি জনগণের সমর্থন চায়। তিনি কৃষক ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গত ১৫–১৬ বছরে বাংলাদেশকে অন্য দেশের স্বার্থে ব্যবহারের অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে তিনি পুনরায় বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ।” তার ভাষ্য অনুযায়ী, স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে, যা নির্বাচনের মাধ্যমে আরও এগিয়ে যাবে।
নির্বাচনের পরের পরিকল্পনা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, বিজয়ী হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো উন্নয়নমূলক কাজ, বিশেষ করে খাল খননে গুরুত্ব দেওয়া হবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগান দেন।
বক্তব্যের শেষে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ইনশাআল্লাহ নবী করিম (স.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে।






























