ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১২:৫৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 11

বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে কিশোরগঞ্জের দুই বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার (২১ জানুয়ারি) রাতে দলের ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল এবং কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য মো. রেজাউল করিম চুন্নু।

শেখ মজিবুর রহমান ইকবাল দলীয় মনোনয়ন না পেয়ে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদা। তিনি সদ্য বিএনপিতে যোগ দিয়ে দলীয় মনোনয়ন পেয়েছেন।

অপরদিকে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রেজাউল করিম চুন্নু দলীয় এমপি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে দলীয় প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

দলীয় প্রার্থীদের বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাদেরকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শেখ মজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ-৫ আসনে হাঁস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আর সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম চুন্নু কিশোরগঞ্জ-১ আসনে মোরগ প্রতীক নিয়ে লড়ছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিশোরগঞ্জে দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করলো বিএনপি

সর্বশেষ আপডেট ১২:৫৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে কিশোরগঞ্জের দুই বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার (২১ জানুয়ারি) রাতে দলের ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল এবং কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য মো. রেজাউল করিম চুন্নু।

শেখ মজিবুর রহমান ইকবাল দলীয় মনোনয়ন না পেয়ে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদা। তিনি সদ্য বিএনপিতে যোগ দিয়ে দলীয় মনোনয়ন পেয়েছেন।

অপরদিকে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রেজাউল করিম চুন্নু দলীয় এমপি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে দলীয় প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

দলীয় প্রার্থীদের বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাদেরকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শেখ মজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ-৫ আসনে হাঁস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আর সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম চুন্নু কিশোরগঞ্জ-১ আসনে মোরগ প্রতীক নিয়ে লড়ছেন।