আজ থেকে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট উৎসব শুরু, চলবে ২৫ জানুয়ারী পর্যন্ত
- সর্বশেষ আপডেট ১০:০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 24
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটাররা আজ বুধবার (২১ জানুয়ারি) থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ শুরু করতে পারছেন।
ভোট প্রক্রিয়া শুরু হবে বিকেল পাঁচটা থেকে, নির্বাচন কমিশনের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, প্রবাসী ভোটাররা অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট আসনের প্রার্থী বা প্রতীকে ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার পর ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে।
ইসির বার্তায় বলা হয়েছে, প্রবাসীদের ভোটের গোপনীয়তা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে এবং একজন ভোটারের ভোট অন্য কেউ দিতে পারবে না। নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে রয়েছে।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ প্রবাসী ভোটারের কাছে ইতিমধ্যেই পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এছাড়া, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।
এ প্রক্রিয়ায় প্রবাসী ভোটাররা ঘরে বসেই অংশ নিতে পারছেন, যা ভোটারের সুবিধা এবং সুষ্ঠু নির্বাচনের অংশ হিসেবে গণ্য হচ্ছে।































