তারেক রহমানের আগমন উপলক্ষে নরসিংদীতে ব্যাপক প্রস্তুতি
- সর্বশেষ আপডেট ০৬:৫৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 30
নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নরসিংদী আগমন উপলক্ষে বিশাল মহাসমাবেশ সফল করতে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আগামীকাল ২২ জানুয়ারি বিকেলে নরসিংদী শহরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদী ক্লাবের সামনে নির্মিত বিশাল মঞ্চে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানের নরসিংদীতে আগমন উপলক্ষে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলা দল, তাঁতীদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। গত কয়েক দিন ধরে দলীয় প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ, মঞ্চ নির্মাণসহ বিভিন্ন কর্মসূচি সম্পন্ন করা হয়েছে।
মহাসমাবেশে সভাপতিত্ব করবেন নরসিংদী-১ (সদর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। সঞ্চালনা করবেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নরসিংদী-২ (পলাশ) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
এছাড়াও বক্তব্য রাখবেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব সরদার শাখায়াত হোসেন সরদার, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের মনোনীত এমপি প্রার্থী প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, হারুন অর রশিদ, রবিউল ইসলাম রবি, আকবর হোসেন, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, এডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া, ফাইজুর রহমানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
মহাসমাবেশে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, যুব বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
জেলা বিএনপির নেতারা আশা প্রকাশ করেছেন, তারেক রহমানের আগমন উপলক্ষে এই মহাসমাবেশ নরসিংদীতে বিএনপির রাজনৈতিক শক্তি ও ঐক্যের একটি বড় বার্তা দেবে।



































