ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধান্তের জন্য বাংলাদেশকে একদিন সময় দিলো আইসিসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩৯:১০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 36

বিসিবি-আইসিসি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিন সময় দিয়েছে সিদ্ধান্ত নেয়ার জন্য। যদি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে বাংলাদেশ ভারত সফরে না যায়, তাহলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বদলি করে স্কটল্যান্ডের সুযোগ দেওয়া হবে।

ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বোর্ড বুধবার (২১ জানুয়ারী) এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ যদি ভারত সফরে না যায়, তবে দলটি পরিবর্তনের মাধ্যমে প্রতিস্থাপিত হবে।

বৈঠকে উপস্থিত ১৫ জন পরিচালক মধ্যে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশকে সমর্থন করেছে। বাকি বোর্ড সদস্যরা ভোটে বিকল্প দলের পক্ষে ভোট দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেট সভাপতি শাম্মি সিলভা, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ার মাইক বেয়ার্ড, জিম্বাবুয়ে ক্রিকেট সভাপতি তাভেঙ্গা মুকুলহানি, সি ডাব্লিউআই চেয়ার কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ড চেয়ার ব্রায়ান ম্যাকনাইস, ক্রিকেট নিউজিল্যান্ড প্রতিনিধি রজার টোস, ইসিবি চেয়ার রিচার্ড থম্পসন, সিএসএ প্রতিনিধি মোহাম্মদ মুসাজি এবং আফগানিস্তান ক্রিকেট চেয়ার মিরওয়াইস আশরাফ। এছাড়াও দুই সহযোগী সদস্য, আইসিসি সিইও, ডেপুটি চেয়ারম্যান ও জেনারেল ম্যানেজার বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গ্রুপ সি-তে রয়েছে। প্রথম তিনটি ম্যাচ কলকাতায় ফেব্রুয়ারি ৭, ৯ এবং ১৪-তে এবং চূড়ান্ত ম্যাচ মুম্বাইতে ফেব্রুয়ারি ১৭-তে অনুষ্ঠিত হবে। আইসিসি জানিয়েছে, বিসিবি সরকারের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। না হলে স্কটল্যান্ডকে প্রতিস্থাপন করা হবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিদ্ধান্তের জন্য বাংলাদেশকে একদিন সময় দিলো আইসিসি

সর্বশেষ আপডেট ০৬:৩৯:১০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিন সময় দিয়েছে সিদ্ধান্ত নেয়ার জন্য। যদি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে বাংলাদেশ ভারত সফরে না যায়, তাহলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বদলি করে স্কটল্যান্ডের সুযোগ দেওয়া হবে।

ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বোর্ড বুধবার (২১ জানুয়ারী) এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ যদি ভারত সফরে না যায়, তবে দলটি পরিবর্তনের মাধ্যমে প্রতিস্থাপিত হবে।

বৈঠকে উপস্থিত ১৫ জন পরিচালক মধ্যে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশকে সমর্থন করেছে। বাকি বোর্ড সদস্যরা ভোটে বিকল্প দলের পক্ষে ভোট দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেট সভাপতি শাম্মি সিলভা, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ার মাইক বেয়ার্ড, জিম্বাবুয়ে ক্রিকেট সভাপতি তাভেঙ্গা মুকুলহানি, সি ডাব্লিউআই চেয়ার কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ড চেয়ার ব্রায়ান ম্যাকনাইস, ক্রিকেট নিউজিল্যান্ড প্রতিনিধি রজার টোস, ইসিবি চেয়ার রিচার্ড থম্পসন, সিএসএ প্রতিনিধি মোহাম্মদ মুসাজি এবং আফগানিস্তান ক্রিকেট চেয়ার মিরওয়াইস আশরাফ। এছাড়াও দুই সহযোগী সদস্য, আইসিসি সিইও, ডেপুটি চেয়ারম্যান ও জেনারেল ম্যানেজার বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গ্রুপ সি-তে রয়েছে। প্রথম তিনটি ম্যাচ কলকাতায় ফেব্রুয়ারি ৭, ৯ এবং ১৪-তে এবং চূড়ান্ত ম্যাচ মুম্বাইতে ফেব্রুয়ারি ১৭-তে অনুষ্ঠিত হবে। আইসিসি জানিয়েছে, বিসিবি সরকারের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। না হলে স্কটল্যান্ডকে প্রতিস্থাপন করা হবে।