ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 24

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। নির্বাচনের সময় সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে হওয়ায় ভোট গণনায় অতিরিক্ত সময় লাগার সম্ভাবনা রয়েছে।

প্রেস সচিব জানান, নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু করতে চারটি মোবাইল অপারেটরকে উন্নত ইন্টারনেট সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের সময় ২৫ হাজার ৫০০ বডি অন ক্যামেরা পুলিশ ব্যবহার করবে, যার ফুটেজ সুরক্ষা অ্যাপে যুক্ত করা হবে, যাতে কুইক রেসপন্স নিশ্চিত করা যায়।

ভোট কেন্দ্রের নিরাপত্তা বিষয়ে শফিকুল আলম বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা রিটার্নিং কর্মকর্তার অধীনে কাজ করবেন। দায়িত্ব পালন করবেন এক লাখ সেনা সদস্য, নৌবাহিনীর ৫ হাজার, বিমানবাহিনীর সাড়ে ৩ হাজার সদস্য। এছাড়া ফায়ার সার্ভিস ও ৫০০ ড্রোনও মোতায়েন থাকবে।

প্রেস সচিব আরও জানান, নির্বাচনে অংশ নেবেন ১,৮৪২ জন বৈধ প্রার্থী। দায়িত্বে থাকবেন ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১,০৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসক জেলার আইনশৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা কমিটির সভাপতি থাকবেন।

ভোটের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারেও জোর দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী সুরক্ষা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনি সুরক্ষা অ্যাপের মাধ্যমে সমন্বয় করে কাজ করবেন।

এই প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সরকারের লক্ষ্য সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক ভোট নিশ্চিত করা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

সর্বশেষ আপডেট ০৬:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। নির্বাচনের সময় সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে হওয়ায় ভোট গণনায় অতিরিক্ত সময় লাগার সম্ভাবনা রয়েছে।

প্রেস সচিব জানান, নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু করতে চারটি মোবাইল অপারেটরকে উন্নত ইন্টারনেট সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের সময় ২৫ হাজার ৫০০ বডি অন ক্যামেরা পুলিশ ব্যবহার করবে, যার ফুটেজ সুরক্ষা অ্যাপে যুক্ত করা হবে, যাতে কুইক রেসপন্স নিশ্চিত করা যায়।

ভোট কেন্দ্রের নিরাপত্তা বিষয়ে শফিকুল আলম বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা রিটার্নিং কর্মকর্তার অধীনে কাজ করবেন। দায়িত্ব পালন করবেন এক লাখ সেনা সদস্য, নৌবাহিনীর ৫ হাজার, বিমানবাহিনীর সাড়ে ৩ হাজার সদস্য। এছাড়া ফায়ার সার্ভিস ও ৫০০ ড্রোনও মোতায়েন থাকবে।

প্রেস সচিব আরও জানান, নির্বাচনে অংশ নেবেন ১,৮৪২ জন বৈধ প্রার্থী। দায়িত্বে থাকবেন ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১,০৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসক জেলার আইনশৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা কমিটির সভাপতি থাকবেন।

ভোটের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারেও জোর দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী সুরক্ষা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনি সুরক্ষা অ্যাপের মাধ্যমে সমন্বয় করে কাজ করবেন।

এই প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সরকারের লক্ষ্য সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক ভোট নিশ্চিত করা।