ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর রিট খারিজ, নির্বাচনে থাকা হলো না মঞ্জুরুলের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 49

ছবি সংগৃহীত

কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফিরে পেতে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবীরা জানান, হাইকোর্টের এই আদেশের কারণে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তই বহাল থাকল এবং মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা পুনর্বহালের আর কোনো সুযোগ রইল না।

এর আগে গত সোমবার ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সী। রিটে ইসির ১৭ জানুয়ারির সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয় এবং রিটার্নিং কর্মকর্তার দেওয়া মনোনয়ন বৈধ ঘোষণার সিদ্ধান্ত বহাল রাখার আবেদন জানানো হয়।

প্রসঙ্গত, কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে ১৭ জানুয়ারি ইসি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।

এর আগেও এ বিষয়ে একাধিকবার আদালতে বিষয়টি ওঠে। এক পর্যায়ে হাইকোর্ট তাঁর নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করে তাঁকে বৈধ প্রার্থী ঘোষণার নির্দেশ দিলেও আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। পরবর্তীতে ওই স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

সবশেষে বুধবার রিট খারিজের মাধ্যমে আইনি লড়াইয়ের ইতি টানল বিষয়টি এবং কুমিল্লা-৪ আসনে বিএনপির এই প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর রিট খারিজ, নির্বাচনে থাকা হলো না মঞ্জুরুলের

সর্বশেষ আপডেট ০৪:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফিরে পেতে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবীরা জানান, হাইকোর্টের এই আদেশের কারণে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তই বহাল থাকল এবং মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা পুনর্বহালের আর কোনো সুযোগ রইল না।

এর আগে গত সোমবার ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সী। রিটে ইসির ১৭ জানুয়ারির সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয় এবং রিটার্নিং কর্মকর্তার দেওয়া মনোনয়ন বৈধ ঘোষণার সিদ্ধান্ত বহাল রাখার আবেদন জানানো হয়।

প্রসঙ্গত, কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে ১৭ জানুয়ারি ইসি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।

এর আগেও এ বিষয়ে একাধিকবার আদালতে বিষয়টি ওঠে। এক পর্যায়ে হাইকোর্ট তাঁর নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করে তাঁকে বৈধ প্রার্থী ঘোষণার নির্দেশ দিলেও আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। পরবর্তীতে ওই স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

সবশেষে বুধবার রিট খারিজের মাধ্যমে আইনি লড়াইয়ের ইতি টানল বিষয়টি এবং কুমিল্লা-৪ আসনে বিএনপির এই প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেল।