পোস্টাল ব্যালটে প্রবাসী ভোটে সময়সীমা বেঁধে দিল ইসি
- সর্বশেষ আপডেট ০৩:১৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 22
আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের আগামী ২৫ জানুয়ারির মধ্যেই পুরো ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে দেওয়া এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পাঠানো না হলে তা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, প্রবাসী ভোটারদের পাঠানো ভোট যাতে সময়মতো গণনায় অন্তর্ভুক্ত করা যায়, সে লক্ষ্যেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে সময় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হওয়ায় আগেভাগে ব্যালট পাঠানোর ওপর জোর দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে চান, তাদের আগামী ২৫ জানুয়ারির মধ্যেই ভোট প্রদান শেষে নিকটস্থ পোস্ট অফিসে ব্যালট জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর পাঠানো ব্যালট নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাবে না এমন ঝুঁকি থাকায় ভোট গণনায় অন্তর্ভুক্ত নাও হতে পারে।
ইসি আশা করছে, এই নির্দেশনা অনুসরণ করলে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।
































