সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ
বাংলাদেশ ইতালি সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা
- সর্বশেষ আপডেট ১১:৩২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 24
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার-সেক্রেটারি অব স্টেটের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলবিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরো জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আন্ডার-সেক্রেটারি অব স্টেট বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প সক্ষমতা উন্নয়নে ইতালি সরকারের সম্ভাব্য সহায়তা প্রদানে আগ্রহ ব্যক্ত করেন।
তিনি জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিষ্ঠা ও পেশাদারির প্রশংসা করেন এবং আবেইতে শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।
































