বিএনপির অভিযোগে ৪ দলকে ইসি’র সতর্ক
- সর্বশেষ আপডেট ১১:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 36
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর আগে মাঠে নামায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসকে নির্বাচন কমিশন (ইসি) সতর্ক করেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সংশ্লিষ্ট দলগুলোর প্রধানদের কাছে লিখিতভাবে সতর্কবার্তা পাঠানো হয়েছে।
বিএনপির লিখিত অভিযোগের পর ইসি তদন্ত করে নিশ্চিত হয়েছে, ২১ জানুয়ারির আগে এসব দল আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়েছে। কমিশন উল্লেখ করেছে, নির্ধারিত সময়ের আগে কোনো নির্বাচনী প্রচারণা আইনবিরুদ্ধ এবং ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইসির চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট দলের প্রধান ও দায়িত্বশীল ব্যক্তিদের ২১ জানুয়ারির আগে সব ধরনের গণসংযোগ ও প্রচারণা থেকে বিরত থাকতে হবে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।































