ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 31

ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা অনুদান অনুমোদন করেছে সরকার। অর্থ উপদেষ্টা মঙ্গলবার (২০ জানুয়ারি ) এ সংক্রান্ত নথি অনুমোদন করেছেন।

অর্থ বিভাগের সূত্র জানায়, লালমাটিয়ার ‘দোয়েল টাওয়ার’-এর ১,২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাটে ওসমান হাদির স্ত্রী ও সন্তান বসবাস করবেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অনুদানের জন্য অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছিল, পরে পরিবারের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অর্থ বিভাগ অনুমোদন দিয়েছে।

ওসমান হাদি গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে গুলিতে আহত হন। ঢাকায় অস্ত্রোপচার ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় তিনি মারা যান। হত্যাকাণ্ডের প্রধান আসামি ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম ভারতে পালিয়েছে।

হাদির মৃত্যুর পর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, রাষ্ট্র তার স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে। রাষ্ট্রীয়ভাবে একদিন শোক পালন করা হয়।

ওসমান হাদির ভাই ওমর বিন হাদিকে ১৫ জানুয়ারি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার

সর্বশেষ আপডেট ১১:১৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা অনুদান অনুমোদন করেছে সরকার। অর্থ উপদেষ্টা মঙ্গলবার (২০ জানুয়ারি ) এ সংক্রান্ত নথি অনুমোদন করেছেন।

অর্থ বিভাগের সূত্র জানায়, লালমাটিয়ার ‘দোয়েল টাওয়ার’-এর ১,২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাটে ওসমান হাদির স্ত্রী ও সন্তান বসবাস করবেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অনুদানের জন্য অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছিল, পরে পরিবারের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অর্থ বিভাগ অনুমোদন দিয়েছে।

ওসমান হাদি গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে গুলিতে আহত হন। ঢাকায় অস্ত্রোপচার ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় তিনি মারা যান। হত্যাকাণ্ডের প্রধান আসামি ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম ভারতে পালিয়েছে।

হাদির মৃত্যুর পর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, রাষ্ট্র তার স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে। রাষ্ট্রীয়ভাবে একদিন শোক পালন করা হয়।

ওসমান হাদির ভাই ওমর বিন হাদিকে ১৫ জানুয়ারি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।