ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকেও হত্যা করার চেষ্ঠা হয়েছিল: খন্দকার মোশাররফ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 39

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকেও ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল। তবে বেগম জিয়া এই চেষ্টাকে ব্যর্থ করে দলকে সুপ্রতিষ্ঠিত করেছেন।

মঙ্গলবার বিকালে দাউদকান্দি উপজেলা বিএনপির আয়োজনে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, জিয়াউর রহমানের নির্দেশে তিনি বিএনপিতে প্রথম ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত হন এবং এরপর থেকে দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার সময় দলের সভাপতি বা জিয়াউর রহমান কখনো নির্বাচনী সভায় আসেননি। তবে এবার তিনি সৌভাগ্যবান যে, আগামী ২৫ জানুয়ারি দলের সভাপতি তারেক রহমান দাউদকান্দি বিশ্বরোডে আসবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকেও হত্যা করার চেষ্ঠা হয়েছিল: খন্দকার মোশাররফ

সর্বশেষ আপডেট ১১:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকেও ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল। তবে বেগম জিয়া এই চেষ্টাকে ব্যর্থ করে দলকে সুপ্রতিষ্ঠিত করেছেন।

মঙ্গলবার বিকালে দাউদকান্দি উপজেলা বিএনপির আয়োজনে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, জিয়াউর রহমানের নির্দেশে তিনি বিএনপিতে প্রথম ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত হন এবং এরপর থেকে দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার সময় দলের সভাপতি বা জিয়াউর রহমান কখনো নির্বাচনী সভায় আসেননি। তবে এবার তিনি সৌভাগ্যবান যে, আগামী ২৫ জানুয়ারি দলের সভাপতি তারেক রহমান দাউদকান্দি বিশ্বরোডে আসবেন।