ধর্মের নামে বিভ্রান্তি না করে সোজা পথে রাজনীতির আহ্বান মির্জা ফখরুলের
- সর্বশেষ আপডেট ০৩:১৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 27
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে ধর্মের অপব্যবহার না করে সরাসরি ও সৎ পথে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন। ভোটের সঙ্গে পরকালীন মুক্তির শর্ত জুড়ে মানুষকে বিভ্রান্ত করার প্রবণতাকে তিনি কঠোর ভাষায় সমালোচনা করেন।
মঙ্গলবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়ার কথা বলে মানুষকে ভয় দেখানো ও প্রলুব্ধ করা হচ্ছে। এ ধরনের বক্তব্যকে তিনি মুনাফেকি আখ্যা দিয়ে বলেন, ধর্মকে ঢাল বানিয়ে ভোট আদায়ের চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, যারা একসময় বাংলাদেশকেই স্বীকার করেনি, তারাই আজ সবচেয়ে বেশি দুষ্টামি করছে। অতীতে দেশের মা-বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেওয়ার ইতিহাস মানুষ ভুলে যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, বহু ত্যাগের মধ্য দিয়ে দেশ একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসেছে। সামনে নির্বাচন, যেখানে জনগণের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার সুযোগ তৈরি হয়েছে।
সংস্কার ইস্যুতে ফখরুল বলেন, বিএনপি বর্তমান আলোচনার অনেক আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এখন সরকার যেসব সংস্কারের কথা বলছে, তার অনেকটাই বিএনপির প্রস্তাব থেকে নেওয়া। কিছু বিষয়ে মতভেদ থাকলেও বৃহত্তর স্বার্থে বিএনপি সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করেছে বলে জানান তিনি।
নির্বাচনী রাজনীতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিএনপির সম্ভাব্য বড় জয় ঠেকাতে পরিকল্পিতভাবে দলের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। যারা নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে, খোঁজ নিলে দেখা যাবে তাদের নিজেরই উল্লেখযোগ্য জনসমর্থন নেই।
ফখরুল বলেন, আসন্ন নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ উদার গণতান্ত্রিক পথে থাকবে, নাকি উগ্রপন্থার দিকে যাবে। বিএনপি সেই ভোটের জন্য অপেক্ষা করছে বলে জানান তিনি।
































