গাজার ‘শান্তি পর্ষদ’
পুতিনসহ ৩ দেশকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ
- সর্বশেষ আপডেট ১১:০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 38
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থা, পুনর্গঠন ও বৈশ্বিক সংঘাত ব্যবস্থাপনার লক্ষ্যে প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে রাশিয়া, ইসরায়েল ও পোল্যান্ডের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৯ জানুয়ারি) হোয়াইট হাউস এই আমন্ত্রণ পাঠিয়েছে।
যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে অংশগ্রহণ নিয়ে বিভিন্ন দেশ যখন ভাবনাচিন্তা করছে, তখন মধ্য এশিয়ার কয়েকটি দেশ দ্রুত সাড়া দিয়েছে। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ ও উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের মুখপাত্ররা জানিয়েছেন, তাদের নেতারা বোর্ডে যোগ দিতে প্রস্তুত। এই দুই নেতাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে মিয়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন। সাংবাদিকদের এ তথ্য জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবটির বিভিন্ন দিক ও ‘সূক্ষ্মতা’ নিয়ে আলোচনা করছে রাশিয়া। তবে পুতিন বোর্ডে যোগ দেবেন কি না-সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।
































