ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
আজ প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ
- সর্বশেষ আপডেট ১০:২২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 25
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রার্থীদের প্রতীক দেওয়া হবে। এর মাধ্যমেই নির্ধারিত হবে আগামী ১২ ফেব্রুয়ারির ব্যালট যুদ্ধে শেষ পর্যন্ত কারা লড়ছেন।
কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তবে রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক বাছাইয়ে ৭২৩ জনের নাম বাদ পড়ে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করার সুযোগ পাওয়ায় ৬৪৫ জন আবেদন করেন, যার মধ্যে ৪১৯ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে, রিটার্নিং কর্মকর্তার বৈধ তালিকায় থাকা ৬ জনের নাম আপিল প্রক্রিয়ায় শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, এই বৃহৎ নির্বাচন আয়োজন ঘিরে কমিশন কোনো ধরনের চাপের মুখে নেই। তবে একটি অনাকাঙ্ক্ষিত বিষয় হিসেবে দেখা দিয়েছে পোস্টাল ব্যালট ফেরত আসা। নিবন্ধিত ভোটারদের সঠিক ঠিকানা খুঁজে না পাওয়ায় বিভিন্ন দেশ থেকে প্রায় ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে।
আজ নিশ্চিত হবে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা। আগামীকাল প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরশু বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা পুরোদমে প্রচারণায় নামতে পারবেন।
































