ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগামীর রাজনীতি মানুষের কল্যাণে: তারেক রহমান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:২৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 42

বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, রাজনীতিকে শুধু মিছিল-মিটিং, স্লোগান বা দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করাই আগামীর রাজনীতির মূল লক্ষ্য হবে।

সোমবার ( ১৯ জানুয়ারি) বিকেলে যশোরে ‘অ্যালবেনিজম’ রোগে আক্রান্ত শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান জানান, গ্রামীণ মানুষকে শক্তিশালী করতে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে। খাল কাটা কর্মসূচি পুনরায় চালু হবে, পানির সমস্যা দূর করা হবে এবং গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থকর্মী নিয়োগ করা হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করলে শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে। পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম, খতিব ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতার আওতায় আনা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

নতুন ঘর পেয়ে আবেগ আপ্লুত হন শিশু আফিয়ার মা মনিরা খাতুন। স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতৃবৃন্দও সন্তোষ প্রকাশ করেন।

শিশুটি জন্মের পর থেকেই অতি ফর্সা হওয়ায় বাবা মোজাফফর হোসেন তাকে অস্বীকার করেন এবং মা মনিরা খাতুন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন। গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন এবং আজ সেই প্রতিশ্রুতি পূরণ করা হলো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আগামীর রাজনীতি মানুষের কল্যাণে: তারেক রহমান

সর্বশেষ আপডেট ০৯:২৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, রাজনীতিকে শুধু মিছিল-মিটিং, স্লোগান বা দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করাই আগামীর রাজনীতির মূল লক্ষ্য হবে।

সোমবার ( ১৯ জানুয়ারি) বিকেলে যশোরে ‘অ্যালবেনিজম’ রোগে আক্রান্ত শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান জানান, গ্রামীণ মানুষকে শক্তিশালী করতে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে। খাল কাটা কর্মসূচি পুনরায় চালু হবে, পানির সমস্যা দূর করা হবে এবং গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থকর্মী নিয়োগ করা হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করলে শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে। পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম, খতিব ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতার আওতায় আনা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

নতুন ঘর পেয়ে আবেগ আপ্লুত হন শিশু আফিয়ার মা মনিরা খাতুন। স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতৃবৃন্দও সন্তোষ প্রকাশ করেন।

শিশুটি জন্মের পর থেকেই অতি ফর্সা হওয়ায় বাবা মোজাফফর হোসেন তাকে অস্বীকার করেন এবং মা মনিরা খাতুন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন। গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন এবং আজ সেই প্রতিশ্রুতি পূরণ করা হলো।