দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দিতে প্রধান উপদেষ্টার আহ্বান
- সর্বশেষ আপডেট ০৭:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 33
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সম্প্রচারিত ভিডিও বার্তায় তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনের চাবি এখন জনগণের হাতে। ‘হ্যাঁ’-তে সিল দিলে দেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামোকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।
প্রধান উপদেষ্টা ভিডিও বার্তায় বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথ খুলেছে। এর ধারাবাহিকতায় দেশের সব রাজনৈতিক দল ঐক্যমত্যে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই সনদ কার্যকর করতে জনগণের সম্মতি প্রয়োজন, যার জন্য গণভোট আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একসাথে গণভোট অনুষ্ঠিত হবে। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বৈষম্য, শোষণ ও নিপীড়ন দূর হবে। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠন করা হবে সরকারের ও বিরোধী দলের সমন্বয়ে, সংবিধান গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের অনুমতি ছাড়া সংশোধনযোগ্য হবে না।
এছাড়া সংসদে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ, পার্লামেন্টে উচ্চকক্ষ গঠন এবং অন্যান্য মৌলিক অধিকার সুরক্ষা অন্তর্ভুক্ত থাকবে , তিনি যুক্ত করেন ।
মুহাম্মদ ইউনূস দেশবাসীকে অনুরোধ করেন, আগামী নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিন এবং ‘হ্যাঁ’-তে সিল দিয়ে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।































