ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক দলের অভিযোগ যাচাই করছে নির্বাচন কমিশন: আনোয়ারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২২:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 35

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলোর অভিযোগ যাচাই করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার দুপুরে কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি আনোয়ারুল বলেন, “বড় দল বা ছোট দল—নির্বাচনে যারা অংশ নিচ্ছে, সবাই সমান। রাজনৈতিক দলগুলো আসছেন, নিজেদের অভিযোগ এবং পরামর্শ দিচ্ছেন। এতে কমিশন আরও শক্তিশালী হচ্ছে। ছোটখাটো সমস্যাগুলো সমাধান করা হচ্ছে, বড় কোনো সমস্যা এখনও দেখা দেয়নি। তবে আমরা সব অভিযোগ খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

আপিল শুনানির বিষয়ে তিনি বলেন, “শুনানিতে প্রার্থীরা যেভাবে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন, তা থেকে বোঝা যায় নির্বাচনের মাঠেও তারা একই প্রতিযোগিতামূলক মনোভাব বজায় রাখবেন। এটি একটি ভালো নির্বাচন হওয়ার ইঙ্গিত।”

নির্বাচন কমিশনের ওপর চাপ আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রতিটি কমিশনের কাছে মাত্র একবার জাতীয় নির্বাচন আয়োজনের সুযোগ থাকে। আগের নির্বাচনের অভিজ্ঞতা নতুন কমিশন কাজে লাগাতে পারে না। তবে আমরা কোনো চাপ অনুভব করছি না। সবার চাওয়া একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন, আমরা তাতেই মনোযোগ দিচ্ছি।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজনৈতিক দলের অভিযোগ যাচাই করছে নির্বাচন কমিশন: আনোয়ারুল ইসলাম

সর্বশেষ আপডেট ০৫:২২:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলোর অভিযোগ যাচাই করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার দুপুরে কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি আনোয়ারুল বলেন, “বড় দল বা ছোট দল—নির্বাচনে যারা অংশ নিচ্ছে, সবাই সমান। রাজনৈতিক দলগুলো আসছেন, নিজেদের অভিযোগ এবং পরামর্শ দিচ্ছেন। এতে কমিশন আরও শক্তিশালী হচ্ছে। ছোটখাটো সমস্যাগুলো সমাধান করা হচ্ছে, বড় কোনো সমস্যা এখনও দেখা দেয়নি। তবে আমরা সব অভিযোগ খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

আপিল শুনানির বিষয়ে তিনি বলেন, “শুনানিতে প্রার্থীরা যেভাবে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন, তা থেকে বোঝা যায় নির্বাচনের মাঠেও তারা একই প্রতিযোগিতামূলক মনোভাব বজায় রাখবেন। এটি একটি ভালো নির্বাচন হওয়ার ইঙ্গিত।”

নির্বাচন কমিশনের ওপর চাপ আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রতিটি কমিশনের কাছে মাত্র একবার জাতীয় নির্বাচন আয়োজনের সুযোগ থাকে। আগের নির্বাচনের অভিজ্ঞতা নতুন কমিশন কাজে লাগাতে পারে না। তবে আমরা কোনো চাপ অনুভব করছি না। সবার চাওয়া একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন, আমরা তাতেই মনোযোগ দিচ্ছি।”