যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করছে: জাতিসংঘ মহাসচিব
- সর্বশেষ আপডেট ০৪:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 27
জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনকে অগ্রাহ্য করছে এবং নিজেদের ক্ষমতাকে আইন ও নীতির চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। তিনি বলেন, দেশটি আন্তর্জাতিক দায়মুক্তির সঙ্গে আচরণ করছে এবং বহুপাক্ষিক সমাধানকে অপ্রাসঙ্গিক মনে করছে।
বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গুতেরেস উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের নীতি কখনও কখনও আন্তর্জাতিক আইনের মানদণ্ড উপেক্ষা করে ক্ষমতা প্রয়োগের ওপর নির্ভরশীল। ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট আটক, ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি এবং ইউরোপে অস্থিতিশীলতার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।
মহাসচিবের মতে, জাতিসংঘের মূল নীতিমালা—সদস্য রাষ্ট্রদের সমতার নীতি সহ—বর্তমানে হুমকির মুখে। তিনি স্বীকার করেন, সংস্থাটি বড় শক্তিকে বাধ্য করতে পারছে না। নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য—ফ্রান্স, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র—যেকোনো প্রস্তাবে ভেটো ব্যবহার করে আন্তর্জাতিক শান্তি রক্ষার প্রচেষ্টা ব্যাহত করছে।
গুতেরেস অভিযোগ করেন, ভেটো ক্ষমতা ব্যবহার করে সদস্য রাষ্ট্ররা স্বার্থসিদ্ধি করছে, যার কারণে ইউক্রেন ও গাজা সংক্রান্ত শান্তিপ্রচেষ্টা ব্যাহত হচ্ছে। তিনি বলেন, সংস্থার সংস্কার প্রয়োজন যাতে ১৯৩ সদস্য দেশের গুরুতর সমস্যা মোকাবিলা করা যায়।
মহাসচিব আরো উল্লেখ করেন, আন্তর্জাতিক সংঘাত, দায়মুক্তি ও বৈষম্যের সময় বিশ্বনেতাদের নীরবতা অগ্রহণযোগ্য। তবুও তিনি আশাবাদী, মানুষ শক্তিশালীদের চ্যালেঞ্জ করলে বৈশ্বিক শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।
গুতেরেসের ভাষণে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, শক্তির অযথা প্রয়োগ ও বহুপাক্ষিক সমাধানকে অগ্রাহ্য করার বিষয়গুলো স্পষ্টভাবে উঠে এসেছে, যা বর্তমান বৈশ্বিক নিরাপত্তা ও শান্তির জন্য গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত।


































