নাহিদ, পাটওয়ারী ও মুস্তাফিজুরকে শোকজ
- সর্বশেষ আপডেট ১১:০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 40
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শোকজপ্রাপ্ত প্রার্থীরা হলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম, একই দলের ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী এবং বাংলাদেশ লেবার পার্টির ঢাকা-১২ আসনের প্রার্থী মুস্তাফিজুর রহমান ইরান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণা ও কার্যক্রমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্ট তিন প্রার্থীকে এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না।
ইসি জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রার্থীদের দেওয়া জবাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সন্তোষজনক জবাব না পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও উল্লেখ করেছে কমিশন।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
































