হজযাত্রীদের বাড়ি ভাড়া ১ ফেব্রুয়ারি মধ্যে
- সর্বশেষ আপডেট ০৫:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / 43
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের হজযাত্রীদের মক্কা-মদিনায় বাড়ি ভাড়া ১ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন করতে হবে।
রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয় লিড এজেন্সিগুলোকে চিঠি পাঠিয়ে সময়মতো চুক্তি করার জন্য নির্দেশনা দিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী ৩০টি লিড এজেন্সির মধ্যে মক্কায় ৭.২৬% ও মদিনায় ১১.৩৫% বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে, এবং ১১টি এজেন্সি এখনও কোনো বাড়ি ভাড়া শুরু করেনি।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে যে, সময়মতো বাড়ি ভাড়া না হলে অবশিষ্ট হজযাত্রীদের তাঁবু ও সার্ভিস প্যাকেজ বাতিল হয়ে যাবে।
সেই সঙ্গে মন্ত্রণালয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনসকে নির্দেশ দিয়েছে, অনুমোদিত ফ্লাইট শিডিউল অনুযায়ী হজযাত্রীদের টিকেট দ্রুত নিশ্চিত করতে।
একই এজেন্সির হজযাত্রীর ২০% প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০–৫০% টিকেট নিশ্চিত করা হবে।
এজেন্সিগুলোকে আগামী ১৯ জানুয়ারির মধ্যে সমস্ত টিকেট রিকোয়েস্টের বিষয়ে সমন্বয় নিশ্চিত করে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, বাড়ি ভাড়া, পরিবহন ও কোরবানি সংক্রান্ত সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে না হলে এজেন্সির দায় থাকবে।
































