ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসি কে বাংলাদেশ, ভেন্যু পরিবর্তন না হলে বিশ্বকাপ খেলবে না ভারতে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 65

বিসিবি-আইসিসি।

ভেন্যু বদল না হলে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। আইসিসিকে এক বিশেষ বৈঠকে নিজেদের অবস্থান পুনর্বার জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আইসিসির নিরাপত্তা প্রধান অ্যান্ড্রু এফগ্রেভের সঙ্গে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি বৈঠক হয়।

বৈঠকে বিসিবি বলেছে ভেন্যু বদল না হলে বাংলাদেশ ভারতে খেলবে না আসন বিশ্বকাপ । আইসিসি জানিয়েছে, বিসিবি’র অবস্থান গুরুত্ব দিয়ে দ্রুত বোর্ড সভা করে আইসিসি তাদের সিদ্ধান্ত জানাবে।

বিশেষ বৈঠকে আইসিসির প্রতিনিধি ঢাকায় এসে বিসিবিকে বোঝানোর চেষ্টা করেছিলেন, ভারত নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুত। কিন্তু বোর্ড তাদের অবস্থান থেকে এক ইঞ্চিও সরেনি। বাংলাদেশ এখনও বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলার পক্ষে দাঁড়িয়েছে।

বিশ্বকাপ শুরু হতে মাত্র তিন সপ্তাহ বাকি। যদি এই সময়ের মধ্যে সমাধান না হয়, তাহলে পুরো বিশ্বকাপের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে।

বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার আগে ভারতীয় বোর্ডের নির্দেশে ছেড়ে দিতে বাধ্য করা হয়। এর পর বাংলাদেশ নিরাপত্তার কারণে ভারতে খেলা অস্বীকার করে।

আইসিসি প্রতিনিয়ত বাংলাদেশকে রাজি করার চেষ্টা চালাচ্ছে।

তবে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু ইতিমধ্যেই জানিয়ে রেখেছেন, বোর্ড নিজেদের অবস্থান থেকে একটুও সরবে না। শুক্রবারের বৈঠকেও আইসিসিকে এই বার্তাই দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আইসিসি কে বাংলাদেশ, ভেন্যু পরিবর্তন না হলে বিশ্বকাপ খেলবে না ভারতে

সর্বশেষ আপডেট ০৮:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ভেন্যু বদল না হলে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। আইসিসিকে এক বিশেষ বৈঠকে নিজেদের অবস্থান পুনর্বার জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আইসিসির নিরাপত্তা প্রধান অ্যান্ড্রু এফগ্রেভের সঙ্গে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি বৈঠক হয়।

বৈঠকে বিসিবি বলেছে ভেন্যু বদল না হলে বাংলাদেশ ভারতে খেলবে না আসন বিশ্বকাপ । আইসিসি জানিয়েছে, বিসিবি’র অবস্থান গুরুত্ব দিয়ে দ্রুত বোর্ড সভা করে আইসিসি তাদের সিদ্ধান্ত জানাবে।

বিশেষ বৈঠকে আইসিসির প্রতিনিধি ঢাকায় এসে বিসিবিকে বোঝানোর চেষ্টা করেছিলেন, ভারত নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুত। কিন্তু বোর্ড তাদের অবস্থান থেকে এক ইঞ্চিও সরেনি। বাংলাদেশ এখনও বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলার পক্ষে দাঁড়িয়েছে।

বিশ্বকাপ শুরু হতে মাত্র তিন সপ্তাহ বাকি। যদি এই সময়ের মধ্যে সমাধান না হয়, তাহলে পুরো বিশ্বকাপের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে।

বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার আগে ভারতীয় বোর্ডের নির্দেশে ছেড়ে দিতে বাধ্য করা হয়। এর পর বাংলাদেশ নিরাপত্তার কারণে ভারতে খেলা অস্বীকার করে।

আইসিসি প্রতিনিয়ত বাংলাদেশকে রাজি করার চেষ্টা চালাচ্ছে।

তবে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু ইতিমধ্যেই জানিয়ে রেখেছেন, বোর্ড নিজেদের অবস্থান থেকে একটুও সরবে না। শুক্রবারের বৈঠকেও আইসিসিকে এই বার্তাই দেওয়া হয়েছে।