ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চরমোনাইয়ের সঙ্গে আসন সমঝোতার সুযোগ আর নেই: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 41

মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমানে ইসলামী আন্দোলনের (চরমোনাই )সঙ্গে আসন বণ্টনের কোনো সমঝোতার সুযোগ নেই। তবে রাজনৈতিক সমঝোতার দ্বার সম্পূর্ণ বন্ধ নয়।

শনিবার (১৭ জানুয়ারী) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যে প্রক্রিয়ায় শুরুতে আসন বণ্টন হয়েছে, সেই ভিত্তিতে ৪৭টি বাকি আসন বণ্টন করা হবে। যেখানে কোনো দল সবচেয়ে শক্তিশালী প্রার্থী পেশ করবে, সেই প্রার্থী এককভাবে মনোনয়ন পাবেন।”

তিনি আরও জানান, সমঝোতার আসনগুলোতে শুধু নির্বাচিত দলের প্রার্থীই মনোনয়ন রাখবেন, অন্যদের মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে। ১৯ জানুয়ারির আগে অন্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এক প্রশ্নের জবাবে মাওলানা মামুনুল হক বলেন, ইসলামপন্থি দলগুলো এখনও ঠিক পথে আছে। অন্যের অনুভূতিকে সম্মান জানানোই দলের মূল নীতি। ইসলামী আন্দোলন সমঝোতা থেকে বের হওয়াকে কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত করা যায় না; এটি দলের ব্যর্থতা হিসেবে ধরা উচিত।

শরিয়াহ আইন বাস্তবায়ন সংক্রান্ত অভিযোগের বিষয়ে তিনি বলেন, “বর্তমান প্রক্রিয়ায় দেশ চলছে, নির্বাচনের ধাপগুলো অনুসরণ করতে হবে। হঠাৎ একদিনেই শরিয়াহ আইন প্রবর্তন সম্ভব নয়। এতে কোনো অসঙ্গতি নেই।”

তিনি মনে করেন, ইসলামী আন্দোলনের সমঝোতা থেকে বের হওয়া খুব বেশি প্রভাব ফেলবে না, কারণ দলগুলো সম্মিলিতভাবে ঐক্যের প্রতি দায়বদ্ধ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরমোনাইয়ের সঙ্গে আসন সমঝোতার সুযোগ আর নেই: মামুনুল হক

সর্বশেষ আপডেট ০৬:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমানে ইসলামী আন্দোলনের (চরমোনাই )সঙ্গে আসন বণ্টনের কোনো সমঝোতার সুযোগ নেই। তবে রাজনৈতিক সমঝোতার দ্বার সম্পূর্ণ বন্ধ নয়।

শনিবার (১৭ জানুয়ারী) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যে প্রক্রিয়ায় শুরুতে আসন বণ্টন হয়েছে, সেই ভিত্তিতে ৪৭টি বাকি আসন বণ্টন করা হবে। যেখানে কোনো দল সবচেয়ে শক্তিশালী প্রার্থী পেশ করবে, সেই প্রার্থী এককভাবে মনোনয়ন পাবেন।”

তিনি আরও জানান, সমঝোতার আসনগুলোতে শুধু নির্বাচিত দলের প্রার্থীই মনোনয়ন রাখবেন, অন্যদের মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে। ১৯ জানুয়ারির আগে অন্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এক প্রশ্নের জবাবে মাওলানা মামুনুল হক বলেন, ইসলামপন্থি দলগুলো এখনও ঠিক পথে আছে। অন্যের অনুভূতিকে সম্মান জানানোই দলের মূল নীতি। ইসলামী আন্দোলন সমঝোতা থেকে বের হওয়াকে কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত করা যায় না; এটি দলের ব্যর্থতা হিসেবে ধরা উচিত।

শরিয়াহ আইন বাস্তবায়ন সংক্রান্ত অভিযোগের বিষয়ে তিনি বলেন, “বর্তমান প্রক্রিয়ায় দেশ চলছে, নির্বাচনের ধাপগুলো অনুসরণ করতে হবে। হঠাৎ একদিনেই শরিয়াহ আইন প্রবর্তন সম্ভব নয়। এতে কোনো অসঙ্গতি নেই।”

তিনি মনে করেন, ইসলামী আন্দোলনের সমঝোতা থেকে বের হওয়া খুব বেশি প্রভাব ফেলবে না, কারণ দলগুলো সম্মিলিতভাবে ঐক্যের প্রতি দায়বদ্ধ।