গুম-খুনের শিকার পরিবারের আর্তনাদে কাঁদলেন তারেক রহমান
- সর্বশেষ আপডেট ০৬:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 40
রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্যদের কণ্ঠ আর কান্নায় ভারী হয়ে ওঠে শনিবার (১৭ জানুয়ারী) । ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও আবেগে কান্নায় ভেঙে পড়েন।
সভায় পারভেজের কন্যা ঋদি বলেন, “নতুন বছর আসে, কিন্তু আমাদের বাবা আর ফিরে আসেনি। এক বছরের বেশি সময় পার হয়ে গেল, কিন্তু কোনো খোঁজ পাইনি।”
মাত্র দুই মাস বয়সে নিখোঁজ হওয়া সাফা বলেন, “আমার বাবার কোনো স্মৃতি নেই, এক দশক ধরে সবাই বাবার জন্য অপেক্ষা করছি।”
তিন বছরের বয়সে বাবাকে হারানো মিম বলেন, “সমবয়সীরা যখন বাবা থেকে হাঁটা শেখে, আমি তখন বাবাকে খুঁজতে বের হতাম।”
গত ১৭ বছরে বিচারবহির্ভূত হত্যা ও গুমের শিকার হয়ে অসংখ্য পরিবার তাদের প্রিয়জন হারিয়েছে। তারা এখন শুধু সুষ্ঠু বিচার চায়।
তারেক রহমান বলেন, “গুম-খুনের সেই বিভীষিকাময় দিন শেষ হয়েছে। দেশের মানুষ গণতন্ত্রের পথে এগোচ্ছে। অনেক মা-বাবা এখনো আশা করে সন্তান ফিরে আসবে।” তিনি আরও বলেন, শোকাহত পরিবারগুলোর সঙ্গে সহমর্মিতা প্রকাশ করে, ভবিষ্যতে গুম প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন অপরিহার্য।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন শীর্ষ নেতা এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা।































