দলীয় নির্বাচনী জোটে ইসলামী আন্দোলনের বাইরে থাকার ঘোষণা ও এককভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান শুক্রবার (১৬ জানুয়ারি) রাতের ফেসবুক পোস্টে এক রহস্যময় বার্তা দিয়েছেন।
আরও পড়তে পারেন
তিনি লিখেছেন, “ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন। অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে আল্লাহ তা’আলাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ।”
এর আগে বৃহস্পতিবার আসন ভাগাভাগি চূড়ান্ত হলেও ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি। অনেক আলোচনা ও দেনদরবারের পরও দলটি জোটে না থাকার সংকেত দিয়েছে।
শুক্রবার জরুরি সংবাদ সম্মেলনে এককভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয় ইসলামী আন্দোলন এবং জামায়াত সম্পর্কে কিছু অভিযোগ তুলেছে।
অবশ্য, জামায়াত তাৎক্ষণিকভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং দলগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষার বার্তা দিয়েছে। পোস্টটি রাজনৈতিক মহলে ধৈর্য ও সম্মানের বার্তা হিসেবে আলোচনা শুরু করেছে।
































