খালেদা জিয়ার জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান বিশিষ্টজনদের
- সর্বশেষ আপডেট ০৭:৩১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 63
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে শুক্রবার বিকেলে একটি নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা তাঁর জীবন, রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার স্মৃতিচারণের পাশাপাশি তাঁর আদর্শ ও মানসিকতা ধারণ করার গুরুত্ব জোর দেন।
দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন,
“বিগত সরকার যখন তাঁকে নানাভাবে নিপীড়ন করেছিল, হাউজ অ্যারেস্টে রাখা হয়েছিল এবং হৃদয়বিদারকভাবে চিকিৎসা নিশ্চিত হয়নি, তখনও ২০২৪ সালের ৭ আগস্ট বেগম খালেদা জিয়া যে বাণী দিয়েছেন, তা প্রতিহিংসা ও ধ্বংসের বিপরীতে উদারতার পরিচায়ক। যদি আমরা এই মানসিকতা আমাদের মধ্যে ধারণ করতে পারি, তবে আগামীর বাংলাদেশ হবে ভিন্ন রকম।”
অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন,
“খালেদা জিয়া জীবিত থাকাকালীন বহুবার বন্দি ছিলেন। তখন তাঁর পক্ষে কথা বলার মানুষ পাওয়া খুব কঠিন ছিল। আমি সবসময় বলতাম – ‘বেগম জিয়া ভালো থাকলে, ভালো থাকবে বাংলাদেশ।’ আমি বিশ্বাস করি, তিনি এখন ভালো আছেন। কিন্তু আমাদের প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভালো আছে? যদি দেশকে ভালো রাখতে চাই, তাহলে বেগম জিয়াকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে।”
নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন,
“বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নেত্রী ছিলেন না। তিনি সত্যিকার অর্থেই দেশের মানুষের নেত্রী হয়ে উঠেছিলেন। দল-মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের জানাজায় অংশগ্রহণই তার জীবনের সবচেয়ে বড় প্রমাণ।”
শুক্রবার বেলা ৩টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উন্মুক্ত স্থানে শুরু হওয়া শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। অনুষ্ঠানে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, চিকিৎসক ও সাধারণ নাগরিকসহ দেশের নানা শ্রেণি-পেশার মানুষ।































