নির্বাচন ও বাণিজ্য ইস্যুতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বৈঠক
- সর্বশেষ আপডেট ০১:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 55
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গত শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আসন্ন জাতীয় নির্বাচন, দ্বিপক্ষীয় বাণিজ্য, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করেছেন। বৈঠকে দুই দেশ সম্পর্কের সম্প্রসারণ এবং ভোট ব্যবস্থাপনায় সহযোগিতার প্রতিশ্রুতিও নিশ্চিত করা হয়।
প্রেস উইং বৃহস্পতিবার জানায়, ৯ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তি হালনাগাদ করা হয়েছে।
ড. খলিলুর রহমান মার্কিন আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে নির্বাচন আয়োজন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, ভিসা বন্ড শর্ত, রোহিঙ্গা সমস্যা এবং বেসরকারি খাত ও সেমিকন্ডাক্টর খাতে অর্থায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। হুকার বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরকে সমর্থন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা প্রকাশ করেন।
রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রশংসা ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়। বৈঠকে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে বাংলাদেশের আগ্রহের কথাও জানানো হয়।
পৃথক বৈঠকে ড. খলিলুর রহমান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া তিনি নিউইয়র্কে কনস্যুলেট পরিদর্শন করে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগের খোঁজ নেন।




































