ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টি–টোয়েন্টি বিশ্বকাপ: আসছে আইসিসি প্রতিনিধি দল, সিদ্ধান্ত বদলাবে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 54

বিসিবি-আইসিসি।

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থান পরিবর্তনে সরাসরি আলোচনার উদ্যোগ হিসেবে বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের মাটিতে খেলতে বাংলাদেশের অনাগ্রহকে কেন্দ্র করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে এ তথ্য অবহিত করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, আইসিসির একটি দল আলোচনার জন্য বাংলাদেশে আসতে পারে, তবে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী এবং শ্রীলঙ্কায় আয়োজনের পক্ষে রয়েছে, কারণ সেটিকে বাস্তবসম্মত ও সম্ভব বলে মনে করছে সরকার।

ইতিমধ্যে, বিসিবি ও আইসিসির মধ্যে একাধিকবার ই–মেইল যোগাযোগ এবং একটি ভার্চুয়াল বৈঠক হলেও বাংলাদেশের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। শুরু থেকেই ভারতকে ভেন্যু হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে বাংলাদেশ।

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টি–টোয়েন্টি বিশ্বকাপ: আসছে আইসিসি প্রতিনিধি দল, সিদ্ধান্ত বদলাবে না বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০৮:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থান পরিবর্তনে সরাসরি আলোচনার উদ্যোগ হিসেবে বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের মাটিতে খেলতে বাংলাদেশের অনাগ্রহকে কেন্দ্র করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে এ তথ্য অবহিত করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, আইসিসির একটি দল আলোচনার জন্য বাংলাদেশে আসতে পারে, তবে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী এবং শ্রীলঙ্কায় আয়োজনের পক্ষে রয়েছে, কারণ সেটিকে বাস্তবসম্মত ও সম্ভব বলে মনে করছে সরকার।

ইতিমধ্যে, বিসিবি ও আইসিসির মধ্যে একাধিকবার ই–মেইল যোগাযোগ এবং একটি ভার্চুয়াল বৈঠক হলেও বাংলাদেশের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। শুরু থেকেই ভারতকে ভেন্যু হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে বাংলাদেশ।