সম্পর্ক জোরদারে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক
- সর্বশেষ আপডেট ০৬:২১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 41
বাংলাদেশ ও সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ আজ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে রাজধানীর সচিবালয়ে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বৈঠকে আলোচনা হয় সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশী পাসপোর্ট প্রদান অগ্রগতি, জনশক্তি রপ্তানি ও পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রস্তুতি এবং রিয়াদে অনুষ্ঠিতব্য ‘World Defense Show’-এ অংশগ্রহণসহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সৌদি আরব শুধু ইসলাম ধর্মের পবিত্র ভূমি নয়, বাংলাদেশী প্রবাসীদের জন্যও দ্বিতীয় নিবাস। প্রবাসীদের অবদান বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। তিনি রাষ্ট্রদূতকে আরও বেশি জনশক্তি প্রেরণের অনুরোধ জানান এবং আশ্বাস দেন যে এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।
পাসপোর্ট প্রদানের অগ্রগতির বিষয়ে উপদেষ্টা জানান, যথেষ্ট অগ্রগতি হয়েছে, তবে আবেদনকারীদের উপস্থিতি কম। এ জন্য বিশেষ টিম পাঠানো হয়েছে এবং সৌদি ইন্টেরিয়র মিনিস্টারকে বিষয়টি জানানো হয়েছে।
জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে উপদেষ্টা বলেন, নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে। আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, পরিপত্র জারি করা হয়েছে, এবং অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
রাষ্ট্রদূত উপদেষ্টাকে রিয়াদে অনুষ্ঠিতব্য বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে একটি আমন্ত্রণপত্র প্রদান করেন। উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে নিজে অংশগ্রহণ করতে না পারলেও উপযুক্ত প্রতিনিধি পাঠানোর বিষয় নিশ্চিত করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।































