ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাজমুলকে অব্যাহতি, অর্থ কমিটির দায়িত্বে আমিনুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 29

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনড় ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছে। বোর্ডের ঘোষণা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভাপতি আমিনুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিসিবি বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেটারদের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার। বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ খেলোয়াড়দের সম্মান ও মর্যাদা রক্ষায়। তারা আশা করছে, এই চ্যালেঞ্জিং সময়ে ক্রিকেটাররা পেশাদারিত্ব বজায় রেখে বিপিএলে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অবদান রাখবেন।

এর আগে নাজমুল ইসলাম জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের বিষয়ে আপত্তিজনক মন্তব্য করেন। পরে ক্রিকেটারদের অবদান নিয়ে প্রশ্ন তোলায় তারা ম্যাচ বর্জনের হুমকি দেন। ফলস্বরূপ, বৃহস্পতিবার ঢাকা পর্বের বিপিএল ম্যাচ শুরু হওয়ার আগেই অনিশ্চয়তায় পড়ে। বিসিবি জানায়, খেলোয়াড়েরা মাঠে না ফিরলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নাজমুলকে অব্যাহতি, অর্থ কমিটির দায়িত্বে আমিনুল

সর্বশেষ আপডেট ০৫:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনড় ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছে। বোর্ডের ঘোষণা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভাপতি আমিনুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিসিবি বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেটারদের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার। বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ খেলোয়াড়দের সম্মান ও মর্যাদা রক্ষায়। তারা আশা করছে, এই চ্যালেঞ্জিং সময়ে ক্রিকেটাররা পেশাদারিত্ব বজায় রেখে বিপিএলে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অবদান রাখবেন।

এর আগে নাজমুল ইসলাম জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের বিষয়ে আপত্তিজনক মন্তব্য করেন। পরে ক্রিকেটারদের অবদান নিয়ে প্রশ্ন তোলায় তারা ম্যাচ বর্জনের হুমকি দেন। ফলস্বরূপ, বৃহস্পতিবার ঢাকা পর্বের বিপিএল ম্যাচ শুরু হওয়ার আগেই অনিশ্চয়তায় পড়ে। বিসিবি জানায়, খেলোয়াড়েরা মাঠে না ফিরলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে।