পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষ: ইসির ব্যাখ্যা
- সর্বশেষ আপডেট ০৮:৫৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 42
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক ধানের শীষ ভাঁজে পড়ে ঢাকা পড়া নিয়ে নির্বাচন কমিশন বলেছে, ব্যালট ছাপায় সরকারি গেজেটের নির্ধারিত ক্রমই অনুসরণ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত ত্রুটি হতে পারে, তবে ছাপার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের বক্তব্য না জেনে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। তিনি বলেন, সরকারিভাবে প্রকাশিত গেজেটের ধারাবাহিকতা অনুযায়ীই ব্যালটের বিন্যাস করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের মাঝামাঝি স্থানে রাখা হয়েছে, যাতে ভাঁজ করলে তা সহজে চোখে না পড়ে। এ কারণে দলটির পক্ষ থেকে এখনো পাঠানো হয়নি এমন ব্যালট সংশোধনের দাবি জানানো হয়েছে।
ব্যালট পুনর্মুদ্রণ প্রসঙ্গে ইসি সচিব বলেন, এখনই সিদ্ধান্ত নেওয়া যাবে না; কমিশনের বৈঠকে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এদিকে বাহরাইনে প্রবাসীদের কাছে পাঠানো ১৬০টি পোস্টাল ব্যালট একসঙ্গে থাকা এবং তা নিয়ে ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি জানান, ডাক বিভাগের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ব্যালট পাঠানো হচ্ছে। বাহরাইনে একটি বক্সে ১৬০টি ব্যালট পাঠানো হয়েছিল, যা ছাত্রাবাসের চিঠির বক্সের মতো ব্যবস্থায় প্রবাসীরা সংগ্রহ করবেন। ব্যালট পেয়ে প্রবাসীরা আনন্দে ভিডিও করলেও সেটি করা ঠিক হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।































