হামলা হলে পাল্টা মার্কিন ঘাঁটিতে হামলা হবে: ইরান
- সর্বশেষ আপডেট ০৭:৪১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 44
ইরান আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করেছে, যদি যুক্তরাষ্ট্র তাদের ওপর কোনো হামলা চালায়, তবে ওই দেশগুলিতে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা হবে।
বুধবার (১৪ জানুয়ারি) রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, “সৌদি আরব, আরব আমিরাত ও তুরস্ককে আমরা বলেছি—ইরানে যুক্তরাষ্ট্র হামলা করলে আপনার দেশে থাকা মার্কিন ঘাঁটিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই তারা এ হামলা ঠেকাতে সাহায্য করুক।”
ইরানে গত দুই সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, বিক্ষোভকারীদের হত্যা হলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে।
ইরান সরকার কঠোর অবস্থানে থেকে বিক্ষোভ দমন করেছে, যার ফলে কয়েক হাজার মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর কঠোরতায় বিক্ষোভ এখন নিয়ন্ত্রণে, তবে ট্রাম্প নতুন করে বিক্ষোভ শুরু করার আহ্বান দিয়েছেন।



































