রায়পুরায় শীতার্ত ভাসমান মানুষের পাশে রায়পুরা প্রেসক্লাব
- সর্বশেষ আপডেট ০৬:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 42
নরসিংদীর রায়পুরায় রেলওয়ে স্টেশনে অবস্থানরত ভাসমান শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে মানবিকতার উষ্ণ বার্তা ছড়িয়েছে ঐতিহ্যবাহী রায়পুরা প্রেসক্লাব।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় রায়পুরা পৌর শহরের মেথিকান্দা রেলওয়ে স্টেশনে প্রায় অর্ধশত শীতার্ত ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিনের নেতৃত্বে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
গণমাধ্যমকর্মীদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনুষ্ঠানে অংশ নেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা। তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সালেক আহমেদ (পলাশ), সহ-সভাপতি তন্ময় সাহা, ক্রীড়া সম্পাদক ও আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস-এর তালিকাভুক্ত বিশেষ সম্মাননা ও খেতাবপ্রাপ্ত সাংবাদিক শফিকুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল পেয়ে ভাসমান শীতার্ত মানুষরা উষ্ণতা ও স্বস্তি অনুভব করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





































