শিরোনাম
পদ্মা পাড়ে কুমির আতঙ্ক, সতর্ক থাকার পরামর্শ
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
- সর্বশেষ আপডেট ১১:০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 40
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে কুমিরের দেখা মেলায় নদীপাড়ের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পয়েন্টে কুমিরটি ভেসে উঠতে দেখছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উড়াকান্দা এলাকায় গিয়ে দেখা যায়, কুমির দেখার জন্য উৎসুক জনতা নদীর পাড়ে ভিড় জমিয়েছেন। স্থানীয়দের দাবি, কখনো সকালে আবার কখনো দুপুরে কুমিরটি নদীর পানিতে ভেসে উঠছে।
রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান জানিয়েছেন, তারা বিষয়টি অবগত আছেন। তিনি বলেন, পদ্মা একটি বিশাল ও মূল নদী হওয়ায় এখান থেকে কুমির উদ্ধার করা প্রায় অসম্ভব। তবে আমাদের পক্ষ থেকে এলাকাবাসীকে সচেতন করার কাজ চলছে, যাতে কেউ এই মুহূর্তে নদীতে না নামেন।





































