ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৭ কলেজ শিক্ষার্থীদের বুধবার ঢাকার তিন পয়েন্টে অবরোধের ডাক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 44

সাত কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রোল ইউনিভার্সিটি

সাত কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির  অধ্যাদেশ জারি করে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দাবিতে বুধবার রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। বেলা ১১টা থেকে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে এই কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানায়, সাত কলেজকে সমন্বয় করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত আইনের খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

খসড়া নিয়ে আলোচনা ও বিতর্কের পর সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে তা হালনাগাদ করা হয়।

শিক্ষার্থীদের ভাষ্য, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির শুরুতেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল।

তারা আশা করছে, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে হালনাগাদ খসড়ার অনুমোদন দিয়ে রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখবে। শিক্ষার্থীদের মতে, দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৭ কলেজ শিক্ষার্থীদের বুধবার ঢাকার তিন পয়েন্টে অবরোধের ডাক

সর্বশেষ আপডেট ১০:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

সাত কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির  অধ্যাদেশ জারি করে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দাবিতে বুধবার রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। বেলা ১১টা থেকে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে এই কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানায়, সাত কলেজকে সমন্বয় করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত আইনের খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

খসড়া নিয়ে আলোচনা ও বিতর্কের পর সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে তা হালনাগাদ করা হয়।

শিক্ষার্থীদের ভাষ্য, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির শুরুতেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল।

তারা আশা করছে, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে হালনাগাদ খসড়ার অনুমোদন দিয়ে রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখবে। শিক্ষার্থীদের মতে, দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছে।