ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটে ‘না’ জয়ী হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 33

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে ‘না’ ভোটকে সমর্থন করা একটি রাজনৈতিক দলের প্রচারণা। যদি ‘না’ জয়ী হয়, আগের স্বৈরাচারী পদ্ধতি বহাল থাকবে এবং ২০২৫ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলা ছিল সব রাজনৈতিক দলের দায়িত্ব। তবে একটি বিশেষ দল ‘না’ সমর্থন করছে। তিনি বলেন, “গণভোটে ‘না’ পাস হলে ক্ষমতায় আসা দল স্বৈরাচারী হবে। তাই এবারের ভোট হবে বাংলাদেশকে আগামী ৫০ বছরের জন্য এগিয়ে নেওয়ার ভোট। মানুষকে সচেতনভাবে ভোট দেয়ার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, ১১ দলীয় জোট নির্বাচনে জিতে সরকার গঠন করে সংস্কার বাস্তবায়ন করবে। আওয়ামী লীগ ১০ টাকায় চাল দেওয়ার নামে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। সস্তা প্রচারণা আর প্রতারণা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আজ থেকে দেশের বিভিন্ন এলাকায় গণভোটের পক্ষে প্রচারণা শুরু হচ্ছে। নির্বাচন পর্যন্ত এই কর্মসূচি চলবে।”

একই দিনে দেশব্যাপী ‘হ্যাঁ’ ভোটের প্রচারের জন্য জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে ‘গণভোটের গাড়ি’ উদ্বোধন করা হয়। নির্বাচনের আগ পর্যন্ত গাড়িটি দেশের বিভিন্ন জেলা প্রদক্ষিণ করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণভোটে ‘না’ জয়ী হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে

সর্বশেষ আপডেট ০৭:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে ‘না’ ভোটকে সমর্থন করা একটি রাজনৈতিক দলের প্রচারণা। যদি ‘না’ জয়ী হয়, আগের স্বৈরাচারী পদ্ধতি বহাল থাকবে এবং ২০২৫ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলা ছিল সব রাজনৈতিক দলের দায়িত্ব। তবে একটি বিশেষ দল ‘না’ সমর্থন করছে। তিনি বলেন, “গণভোটে ‘না’ পাস হলে ক্ষমতায় আসা দল স্বৈরাচারী হবে। তাই এবারের ভোট হবে বাংলাদেশকে আগামী ৫০ বছরের জন্য এগিয়ে নেওয়ার ভোট। মানুষকে সচেতনভাবে ভোট দেয়ার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, ১১ দলীয় জোট নির্বাচনে জিতে সরকার গঠন করে সংস্কার বাস্তবায়ন করবে। আওয়ামী লীগ ১০ টাকায় চাল দেওয়ার নামে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। সস্তা প্রচারণা আর প্রতারণা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আজ থেকে দেশের বিভিন্ন এলাকায় গণভোটের পক্ষে প্রচারণা শুরু হচ্ছে। নির্বাচন পর্যন্ত এই কর্মসূচি চলবে।”

একই দিনে দেশব্যাপী ‘হ্যাঁ’ ভোটের প্রচারের জন্য জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে ‘গণভোটের গাড়ি’ উদ্বোধন করা হয়। নির্বাচনের আগ পর্যন্ত গাড়িটি দেশের বিভিন্ন জেলা প্রদক্ষিণ করবে।