ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চতুর্থ দিনে ৫৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, ১৭ বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 24

নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা সংক্রান্ত আপিলের চতুর্থ দিনে নির্বাচন কমিশন (ইসি) ৫৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন অডিটরিয়ামে অনুষ্ঠিত এই শুনানিতে ৭০টি আপিলের প্রেক্ষিতে সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

ইসি সূত্র জানায়, চতুর্থ দিনে মোট ৭০টি আবেদন বিবেচনা করা হয়। এর মধ্যে ৫৩টি আবেদন মঞ্জুর করা হয়, এবং ১৭টি আবেদন নামঞ্জুর করা হয়। মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন কমিশনে জমা পড়েছিল।

ইসি সচিব আখতার আহমেদ শুনানি শেষে বলেন, “শুনানির চতুর্থ দিনে ৭০টি আপিলের শুনানি হয়েছে। ৫৩টি আবেদন মঞ্জুর করা হয়েছে, ১৭টি বাতিল হয়েছে।”

এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩টি মনোনয়ন বাতিল করেছিলেন। আপিল গ্রহণ শুরু হয় ৫ জানুয়ারি এবং শেষ হয়েছে ৯ জানুয়ারি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চতুর্থ দিনে ৫৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, ১৭ বাতিল

সর্বশেষ আপডেট ০৬:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা সংক্রান্ত আপিলের চতুর্থ দিনে নির্বাচন কমিশন (ইসি) ৫৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন অডিটরিয়ামে অনুষ্ঠিত এই শুনানিতে ৭০টি আপিলের প্রেক্ষিতে সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

ইসি সূত্র জানায়, চতুর্থ দিনে মোট ৭০টি আবেদন বিবেচনা করা হয়। এর মধ্যে ৫৩টি আবেদন মঞ্জুর করা হয়, এবং ১৭টি আবেদন নামঞ্জুর করা হয়। মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন কমিশনে জমা পড়েছিল।

ইসি সচিব আখতার আহমেদ শুনানি শেষে বলেন, “শুনানির চতুর্থ দিনে ৭০টি আপিলের শুনানি হয়েছে। ৫৩টি আবেদন মঞ্জুর করা হয়েছে, ১৭টি বাতিল হয়েছে।”

এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩টি মনোনয়ন বাতিল করেছিলেন। আপিল গ্রহণ শুরু হয় ৫ জানুয়ারি এবং শেষ হয়েছে ৯ জানুয়ারি।